১
লাল ফড়িঙের বৌ
তুমি লাল ফড়িঙের বৌ
লাল ফড়িঙের বৌ হলেও
ফড়িঙ তুমি নও
তুমি তিড়িং
তুমি বিড়িং
এবং তুমি কিড়িং কিড়িং
ফিড়িং কথা কও
লাল ফড়িঙের বৌ
তুমি লাল ফড়িঙের বৌ
তিড়িং ভাষায় দ তুমি
বাংলা ভাষায় নও।
২
তোমার ঘরের নকশিকাঁথায়
বর্ণমালা আঁকা
চালের ওপর কুমড়ো ফুলে
নীল ভোমরের পাখা
কিন্তু তোমার মনের মাঝে
পানের বরজ রাখা
কোত্থেকে সব বুনোপাখি
করছে এসে কা-কা
এবার তুমি ঘুমাও
নকশিকাঁথা বুকে রেখে
বর্ণমালা জমাও।
।