ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জোকস

হা! হা! হি! হি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
হা! হা! হি! হি!

মনে হয় রেলস্টেশন
স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে।
প্রথম ব্যক্তি:ভাই, এটা কোন স্টেশন?
দ্বিতীয় ব্যক্তি বাইরের দিকে কিছুক্ষণ দেখে বলল, এটা মনে হয় রেলস্টেশন।



কোন দিকে দুই মাইল
একবার মন্টু মিয়া লঞ্চে করে বরিশাল যাওয়ার পথে লঞ্চ ডুবে যেতে লাগল। লঞ্চের ডুবে যাওয়া দেখে সবাই বাঁচাও বাঁচাও বলে চিত্কার শুরু করল। চিত্কার করা দেখে লঞ্চের এক বিদেশি যাত্রী মন্টু মিয়াকে বললেন, আচ্ছা ভাই, এখান থেকে কত দূর গেলে মাটি পাওয়া যাবে?
মন্টু মিয়া: হবে হয়তো মাইল দুয়েক।
বিদেশি: মাত্র দুই মাইল! তা লোকগুলো বোকার মতো চিত্কার করছে কেন? দুই মাইল তো অনায়াসে সাঁতার কেটে যাওয়া যায়। তারা সাঁতার জানে না?
এ কথা বলেই ওই বিদেশি নদীতে দিলেন এক লাফ। লাফ দিয়েই মন্টু মিয়াকে বললেন, ‘আচ্ছা বলুন তো, এবার কোন দিকে দুই মাইল গেলে মাটি পাওয়া যাবে?’ মন্টু মিয়া উদাস হয়ে জানাল, ‘ঠিক নিচের দিকে চলে যান। ’

গাধার মতো কথা
নদীর দুই পারে দাঁড়িয়ে থাকা দুই লোক চিত্কার করে কথা বলছে—
: আমি ওই পারে কী করে আসব?
: গাধার মতো কথা বোলো না! তুমি তো ওই পারেই আছো।

সংগ্রহে: হাসিবুল হাসান আশিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।