আকাশের বুকে জ্বাললে তুমি
হাজার রঙের তারা,
বাতাসের মাঠে বুনলে তুমি
মধুর সুরের ধারা।
বিশ্বকে তুমি অবাক করেছ
তোমার প্রতিভা দিয়ে,
পৃথিবীর যত কবি আছে তারা
ভেবে মরে বিস্ময়ে।
মনের বাগানে ফুল ফুটেছিল
মন উঠেছিল দুলি,
স্বপ্ন রাঙাতে তাই তুমি হাতে
তুলেছিলে রংতুলি।
তোমার প্রতিভা নিয়ে কত কথা
ফুরাবে না বলি যত,
শ্রদ্ধাতে তাই তোমার চরণে
বার বার হই নত।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০৮, ২০১৪