মায়ের কাছে জীবন পেলাম আমি
মায়ের চেয়ে কে আছে আর দামী?
সারাটা দিন মা’ই থাকে সন্তানদের পিছে
মাকে ছাড়া জীবনখানা ষোল আনাই মিছে।
কোথায় খুঁজে পাবো আমি মায়ের মধুর ডাক
মায়ের আদর অকৃত্রিম একটুও নেই ফাঁক।
মা দিয়েছে সাহস আমায় বেঁচে থাকার বল
সাগরকেও হার মানাবে মায়ের চোখের জল।
যে দিকে যাই সে দিকে পাই মায়ের আঁচল পাতা
মায়েই আমার এই পৃথিবীর সেরা শান্তি দাতা।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৪