ভোর বিহানে যায় যে ছুটে
ঠিকা কাজে মা,
আমি তখন ছেঁড়া কাঁথায়
ঘুমই ভাঙে না।
বেড়ার ফাঁকে রোদের আলো
দেয় ভাঙিয়ে ঘুম,
খুঁজে ফিরি মায়ের পরশ
আদর মাখা চুম।
টোকাই হয়ে বেড়াই ঘুরে
সারাটা দিন রোজ,
কোথায় আমার নাবা-খাবা
কেউ রাখে না খোঁজ।
কাজের শেষে ক্লান্ত দেহে
মা যে ফেরেন রাতে,
গরম গরম শানকিতে ভাত
বেড়ে দেন যে পাতে।
তৃপ্তি আমার চোখে-মুখে
মা যে হাসেন দেখে,
ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে পড়ি
মায়ের পরশ মেখে। ।
আটলান্টিক সিটি
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ১১, ২০১৪