ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিস্ময়কর সৃষ্টি মেরুপ্রভা (ভিডিওসহ)

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ১৯, ২০১৪
বিস্ময়কর সৃষ্টি মেরুপ্রভা (ভিডিওসহ)

তুমি কী মেরুজ্যোতি বা মেরুপ্রভা শব্দগুলোর সঙ্গে পরিচিত? আচ্ছা, যদি পরিচিত নাও হও, Aurora শব্দটা শুনেছ নিশ্চয়ই? মেরুজ্যোতি আর মেরুপ্রভা এই শব্দেরই বাংলা অর্থ। দুটো একই শব্দ।

জানতে ইচ্ছে হচ্ছে, মেরুপ্রভা কী?
মেরুপ্রভা এক দারুণ সুন্দর প্রাকৃতিক আলোর খেলা। উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি যে এলাকা, সেখানে রাতের আকাশে নানা রঙের অপরূপ আলোর খেলা দেখা যায়। এই আলোর খেলাই হচ্ছে অরোরা, বাংলায় যাকে বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা।
এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কীভাবে সৃষ্টি হয় মেরুপ্রভা?
1_1_93
মূলত পৃথিবীর চৌম্বকক্ষেত্রের কারণেই মেরুপ্রভা সৃষ্টি হয়। বৈদ্যুতিকভাবে অভিযুক্ত কণা সূর্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। তাদের সঙ্গে সংঘর্ষ হয় বায়ুমণ্ডলে থাকা গ্যাসীয় পদার্থের। আর এতেই সৃষ্টি হয় বর্ণিল আলোর ছটা। এই আলোর ছটাকেই বলে মেরুপ্রভা।
মেরুপ্রভাকে উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস ও দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস বলা হয়।
2_2_87
মেরুপ্রভা নানা রঙের ও নানা আকৃতির হতে পারে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে একই সময়ে একই রঙের একই আকৃতির মেরুপ্রভা দেখা যায়। তবে তা দেখায় আয়নায় নিজেকে দেখলে যেমন দেখো তুমি, সেরকম আয়নার প্রতিচ্ছবির মতো উল্টো।
3_3_55
আরো একটা মজার কথা হচ্ছে পৃথিবী ছাড়াও বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন- এই গ্রহগুলোতেও দেখা যায় মেরুপ্রভা।
মেরুপ্রভা কিন্তু এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য। যদি তুমি কখনো তা না দেখো, তাহলে এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।