ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হরেক রকম বেশ ।। শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ২০, ২০১৪
হরেক রকম বেশ ।। শাহজাহান মোহাম্মদ

লাল সবুজের অঙ্গজুড়ে
আমার বাংলাদেশ
আকাশ বাতাস পাহাড় নদীর
হরেক রকম বেশ।

নদীর কূলে বটের মূলে
হাজার পথিক বসে
দূর হয়ে যায় ক্লান্ত দুপুর
নীরব ছায়ার বশে।



গাঙের জলে উঁকি দিয়ে
লাল পদ্ম হাসে
রাজহাঁসের ছানারাসব
প্যাঁকপ্যাঁকিয়ে ভাসে।

আঁকা বাঁকা পথের দোলায়
হাঁকে গাড়োয়ান
ছইয়ের ভিতর রাঙা বউ
চিবায় মিষ্টি পান।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।