লাল সবুজের অঙ্গজুড়ে
আমার বাংলাদেশ
আকাশ বাতাস পাহাড় নদীর
হরেক রকম বেশ।
নদীর কূলে বটের মূলে
হাজার পথিক বসে
দূর হয়ে যায় ক্লান্ত দুপুর
নীরব ছায়ার বশে।
গাঙের জলে উঁকি দিয়ে
লাল পদ্ম হাসে
রাজহাঁসের ছানারাসব
প্যাঁকপ্যাঁকিয়ে ভাসে।
আঁকা বাঁকা পথের দোলায়
হাঁকে গাড়োয়ান
ছইয়ের ভিতর রাঙা বউ
চিবায় মিষ্টি পান।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২০, ২০১৪