ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোট এক মুক্তো । মীম নোশিন নাওয়াল খান

ছড়া / ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ৩১, ২০১৪
ছোট এক মুক্তো । মীম নোশিন নাওয়াল খান

আড়মোড়া ভেঙে বলে
ছোট এক মুক্তো,
মায়ের স্নেহ মতো
ঝিনুকের বুক তো!

এই ছেড়ে যাবো না
আর কোনো গল্পেই,
নাই দেখি পৃথিবীকে
খুশি আমি অল্পেই।

তক্ষুণি দোরে টোকা
দিল কিছু রোদ্দুর
পৃথিবীকে তুমি ভাই
জেনেছো বা কদ্দূর?

দেখেছো কি ফুল আর
পাতাদের সংসার?
রংধনু দেখোনি তো,
সাতখানা রং যার।



ঝিনুকের কোল ছেড়ে
চলে এসো বাইরে,
পাখিরা শোনাবে গান,
আর কীবা চাই রে?

মুক্তোটা ভাবে একা,
ছাড়ি তবে অন্দর,
বাইরের পৃথিবীটা
না জানি কী সুন্দর!

এই ভেবে খুললো সে
ঝিনুকের ডালাটা,
দেখবেই ফুল-পাখি,
রঙদের মালাটা।



ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।