পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েই বেঁচে থাকতে হয় সব প্রাণীকে। কিন্তু তাই বলে কাক হ্যাঙ্গার দিয়ে বাসা বানাতে শুরু করবে!
হ্যাঁ।
টোকিওতে গাছপালার সংখ্যা কম হওয়ায় শহুরে কাকেরা বাসা তৈরি করার খড়কুটো খুব একটা পায় না। সেজন্য কাছের অ্যাপার্টমেন্টে বসবাস করা মানুষদের কাছ থেকে হ্যাঙ্গার চুরি করে এনে অনেকগুলো হ্যাঙ্গার দিয়ে তারা বাসা তৈরি করে ফেলে। শুধু টোকিও নয়, জাপানের আরো কিছু শহরে এমনটা দেখা গেছে।
একটি বাসা তৈরির কাজ সম্পন্ন হওয়ার পর সেটিকে দেখে মনে হয় কোনো শিল্পীর হাতের নিখুঁত কাজ।
কাকের এরকম সৃজনশীলতা আর বুদ্ধি আবারো প্রমাণ করে দিল তারা কতটা মেধাবী!
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৪