ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাকের বুদ্ধি!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ৪, ২০১৪
কাকের বুদ্ধি! ছবি: সংগৃহীত

পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েই বেঁচে থাকতে হয় সব প্রাণীকে। কিন্তু তাই বলে কাক হ্যাঙ্গার দিয়ে বাসা বানাতে শুরু করবে!

হ্যাঁ।

এমনটাই হয়েছে। টোকিও শহরে বাস করা কাকগুলো খড়কুটো না পেয়ে বাধ্য হয়ে হ্যাঙ্গার দিয়েই বাসা বানাতে শুরু করে দিয়েছে। কাকের বুদ্ধির প্রশংসাই করতে হয়!

টোকিওতে গাছপালার সংখ্যা কম হওয়ায় শহুরে কাকেরা বাসা তৈরি করার খড়কুটো খুব একটা পায় না। সেজন্য কাছের অ্যাপার্টমেন্টে বসবাস করা মানুষদের কাছ থেকে হ্যাঙ্গার চুরি করে এনে অনেকগুলো হ্যাঙ্গার দিয়ে তারা বাসা তৈরি করে ফেলে। শুধু টোকিও নয়, জাপানের আরো কিছু শহরে এমনটা দেখা গেছে।

একটি বাসা তৈরির কাজ সম্পন্ন হওয়ার পর সেটিকে দেখে মনে হয় কোনো শিল্পীর হাতের নিখুঁত কাজ।
কাকের এরকম সৃজনশীলতা আর বুদ্ধি আবারো প্রমাণ করে দিল তারা কতটা মেধাবী!

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।