১.
ভুবন জুড়ে আলোড়ন
বদলে জলবায়ু
পরিবেশের বিপর্যয়ে
যাচ্ছে কমে আয়ু।
২.
বৃষ্টিপাত যাচ্ছে কমে
দিচ্ছে দেখা খরা
ক্ষয়ক্ষতিতে গাছপালা আর
জমিও সব মরা।
৩.
সব ঋতুতে বাড়ন্ত তাপ
শুষ্ক করে ভূমি
জমিতে নেই ঊর্বরতা
হচ্ছে মরুভূমি।
৪.
গাছপালা না-ই থাকলো তবে
বাঁচবো কেমন করে
বিশুদ্ধ বাতাসের অভাব
বাড়ছে জোরেসোরে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ৫, ২০১৪