আমার ঘরে চাঁদের হাসি
সোনামণির মুখে;
হীরের দ্যুতির মতো আলো
ছড়ায় মহা সুখে।
কে বলেছে সুখ নাই-রে
এই ধরাতে হায়;
অবুঝ শিশুর ঐ আদলে
দুঃখ নিরুপায়।
অধিক সুখের মোহে যারা
সদাই থাকে অন্ধ;
তাদের তরে সুখ আসে না
সুখের দুয়ার বন্ধ।
অল্পতে খুব তুষ্ট যারা
তারাই বেশি সুখী হয়;
চাঁদের মতো হাসি দিয়ে
দুঃখটাকে করে জয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ১০, ২০১৪