ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের হাসি | আজিম হোসেন আকাশ

ছড়া / ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ১০, ২০১৪
চাঁদের হাসি | আজিম হোসেন আকাশ

আমার ঘরে চাঁদের হাসি
সোনামণির মুখে;
হীরের দ্যুতির মতো আলো
ছড়ায় মহা সুখে।

কে বলেছে সুখ নাই-রে
এই ধরাতে হায়;
অবুঝ শিশুর ঐ আদলে
দুঃখ নিরুপায়।



অধিক সুখের মোহে যারা
সদাই থাকে অন্ধ;
তাদের তরে সুখ আসে না
সুখের দুয়ার বন্ধ।

অল্পতে খুব তুষ্ট যারা
তারাই বেশি সুখী হয়;
চাঁদের মতো হাসি দিয়ে
দুঃখটাকে করে জয়।
 


বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।