বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তখন থেমে নেই বাংলাদেশও। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদেরও কমতি নেই আগ্রহের।
এসব খুশির সঙ্গে বাড়তি আনন্দ যোগ করতে বাংলানিউজের শিশুতোষ পাতা ইচ্ছেঘুড়ি আয়োজন করছে প্রতিদিনের বিশ্বকাপ কুইজ। জাহান ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে প্রতিদিন একজন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
কুইজে অংশ নিতে পারবে দেশের যে কোনো প্রান্তের শিশু-কিশোররা। এজন্য বিশ্বকাপের পুরো মাসজুড়ে নিয়মিত চোখ রাখতে হবে সবার প্রিয় নিউজপোর্টাল বাংলানিউজে।
নিয়মাবলী:
• যেকোনো বয়সী শিশু-কিশোর এই কুইজে অংশ নিতে পারবে
• প্রতিদিন একজন বিজয়ীর নাম কুইজ পেজে প্রকাশ করা হবে
• একজন প্রতিযোগী প্রতিদিনই অংশ নিতে পারবে
• জাহান ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে পুরস্কার পৌঁছে বিজয়ীর ঠিকানায়
• প্রথমে কুইজের প্রশ্নটি পড়ে সঠিক উত্তরে গোলচিহ্নিত ঘরে ক্লিক করতে হবে।
• তারপর লিখতে হবে পূর্ণ নাম।
• এরপর লিখতে মোবাইল নম্বর। (পূর্ণ মোবাইল নম্বর প্রকাশ করা হবে না)
• সবশেষে বাসার পূর্ণ ঠিকানা লিখে submit লেখা ঘরে ক্লিক করতে হবে। (বাসার ঠিকানায় যেন চিঠি বা কুরিয়ার যায় সেদিকে খেয়াল রাখতে হবে। )
• ইচ্ছেঘুড়ি পেজ ছাড়াও বাংলানিউজের মূল পেজে কুইজে অংশ নেওয়ার ঘোষণা থাকবে।
কুইজে অংশ নিতে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪