এবারের বইমেলায় তোমাদের জন্য এসেছে অনেকগুলো নতুন বই। ‘বছরটা ছিল জেএসসি-র’ সেগুলোরই একটি।
এই উপন্যাসের কাহিনী মূলত উপমা আর নিশাত নামের কাস এইটে পড়া দু’টি মেয়েকে কেন্দ্র করে। আরও আছে তাদের বন্ধু অর্ক, অভ্র আর রিহাবদের কথা। সেভেন পর্যন্ত বেশ সহজ-সরল শিশুতোষ জীবন কাটালেও এইটে ওঠার পর ওদেরকে জীবনের অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। ওদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা, ভাললাগা-মন্দলাগা, বয়ঃসন্ধিকালের নানা সমস্যা, স্বপ্নে আর বাস্তবে ক্রাশ খাওয়া, কুসঙ্গে পড়ে ভুল পথে চলে যাওয়া, বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি, ইভটিজিংসহ নানা সামাজিক সমস্যা-এসব নিয়েই লেখা হয়েছে উপন্যাসটি।
এরই মাঝে তাদের সামনে আসে অষ্টম শ্রেণীর নতুন পাবলিক পরীক্ষা, যার নাম ‘জেএসসি’। শত সমস্যা, হাসি-কান্না আর দুঃখ-কষ্টের মধ্যেও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভাল ফলাফল করতে সম হয় ওরা সবাই।
এই বইটি মূলত একজন কিশোরীর দৃষ্টিভঙ্গি থেকে কিশোর বয়সীদের দৈনন্দিন কাজকর্ম আর চিন্তা-ভাবনা নিয়ে লেখা উপন্যাস। বইটি প্রকাশ করেছে: কলি প্রকাশনী, ঢাকা।