গণিত একটি ছড়া,
এটি আনন্দে ভরা
মনে কিছু নেই শুধু এটি ছাড়া।
যদি একবার বুঝতে পারো ভাই,
এটি করতে কোনো জটিলতা নাই।
গণিত একটি রোগ,
করতে হবে অনেক যোগ বিয়োগ;
করতে হবে গুণ-ভাগ,
হয়ো নাকো ভাই রাগ।
পাটিগণিত আছে, আছে জ্যামিতি,
গণিত যেন নজরুল গীতি,
গণিত আগুনের ঝলকা,
যেন পালকেরই মতো হালকা,
পেয়ো নাকো তুমি ভয়,
গণিত কোনো কঠিন বিষয় নয়।
করো প্রশ্ন বোঝার চেষ্টা,
মিলে যাবে অংকের শেষটা।
এভাবেই হলো শেষ;
মনে কোনো প্রশ্ন থাকলে,
করে ফেলো জিজ্ঞেস।
>> সেন্ট যোসেফ হাই স্কুল, মোহাম্মদপুর, ঢাকা
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪