রূপকথার রাজন্যার প্রাসাদ যদি থাকে তোমার পড়ার টেবিলে তবে কেমন হয়! নিশ্চয় বলবে, ভালোই তো। তাহলে তুমি রেডি হও এখনি।
যা লাগবে তোমার: কয়েকটি টয়লেট টিস্যু রোল, রঙিন চার্ট পেপার, আঠা, কাঁচি, টেপ, রাপুনজেলের ছবি, গ্লিটার।
যেভাবে বানাবে:
ক. প্রথমেই টেপ দিয়ে কয়েকটি টয়লেট টিস্যু রোল একসঙ্গে লাগিয়ে নাও।
খ. এবার এর উপরে যেকোনো রঙের চার্ট পেপার মাপমতো কেটে আঠা দিয়ে লাগিয়ে নাও।
গ. উপরের দিক থেকে কাঁচি অথবা অ্যান্টিকাটার দিয়ে একটা জানালা কেটে নাও। এ কাজে বড়দের সাহায্য নেওয়া ভালো।
ঘ. জানালার ভেতরে রাপুনজেলের ছবি আঠা দিয়ে লাগিয়ে নাও।
ঙ. এখন একটা চার্ট পেপার গোল করে কেটে ছবির মতো করে তার মধ্যে থেকে একটা ত্রিভুজ কেটে নাও। তারপর এটিকে পেঁচিয়ে কোণ আকৃতি বানাও ও আঠা দিয়ে লাগাও।
চ. এই কোণটিকে এবার তোমার প্রাসাদের একদম মাথায় লাগিয়ে নাও।
ছ. এর উপরে একটা কাঠির মাথায় তিনকোণা আকৃতিতে কাগজ কেটে পতাকা বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দাও।
তোমার রাপুনজেলের প্রাসাদ এবার তৈরি।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠাও এই মেইলে: ichchheghuri24@gmail.com
তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪