ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লেখকের সঙ্গে...

শিশুদের বই লেখা খুবই কঠিন : অনীশ দাস অপু

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
শিশুদের বই লেখা খুবই কঠিন : অনীশ দাস অপু

বড়দের জন্য বই লেখা সহজ। কিন্তু শিশুদের জন্য বই লেখা খুবই কঠিন।

তাদের জন্য অনেক ভেবে চিন্তে লিখতে হয়। বই পড়ে শিশুরা কি শিখবে? তাদের ওপর কি প্রভাব পরবে তা নিয়েও চিন্তা ভাবনা করতে হয়।

ইচ্ছেঘুড়ির সঙ্গে আলাপকালে এমন ভাবেই নিজের অভিজ্ঞতার কথা বলেছেন শিশু সাহিত্যিক অনীশ দাস অপু।

অমর একুশে বইমেলায় নিজের প্রকাশিত বই সম্পর্কে তিনি বলেন, এবারের বই মেলায় আমার ২৫টি বই এসেছে। এরমধ্যে শিশুদের জন্য রয়েছে ৮টি বই। বইগুলো বিভিন্ন ভাষার সাহিত্যে থেকে অনুবাদ করা হয়েছে।

শিশুদের জন্য লেখা মজার মজার বইগুলোর অধিকাংশই প্রকাশ করেছে বৈশাখী প্রকাশনী।

প্রকাশিত বইগুলোর মধ্যে বৈজ্ঞানিক কল্পকাহিনী বিষয়ক বইগুলো নিয়ে সবচেয়ে বেশি সারা পড়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।