ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খোকা গেছে ভূতের বাড়ি | সুব্রত চৌধুরি

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
খোকা গেছে ভূতের বাড়ি | সুব্রত চৌধুরি

ভূতের নাকি বাড়ি আছে বনের ভেতর ওই
গ্রামজুড়ে তাই না নিয়ে কী যে হইচই,
 
ভূতের বাড়ি দেখতে খোকা যেই ঢুকেছে বনে
ফিসফিসিয়ে বলছে কথা কে যেন কার সনে,
ভয়ে খোকার লোম যে খাঁড়া, বন্ধ মুখের রা
পা জোড়া তার যায় যে থেমে, মুখ হয়ে যায় হা।

হঠাৎ দেখে আসছে ছুটে ছিপছিপে এক ভূত
সামনে এসে বললো যে, সে মামদো ভূতের পুত,
ভূতের বাড়ি এলে খোকা, তোমায় স্বাগতম
তুমি খোকা বীর বাহাদুর? ভয়-ডরটা কম?

বীরের দেশে জন্ম খোকার, ভয় পেলে কী চলে
ভূত-পেত্নি এসব খোকা দু’পায়ে যে দলে,
বুক চিতিয়ে শুধোয় খোকা, ‘বাংলা মায়ের ছেলে
ঘাড় মটকাই হর-হামেশা ভূতের দেখা পেলে।



খোকার সাহস দেখে ভূত ভয় পেলো যে খুব
ফিসফিসানি বন্ধ সবার, রইলো সবাই চুপ,
হো হো হো হাসে খোকা, ভূত পেয়েছে ভয়
লেজ গুটিয়ে পালায় ভূত, খোকার হলো জয় । ।

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।