গাছ লাগাবো ফুল ফোটাবো
এই করি আজ পণ,
পাখির জন্য খোলা আকাশ
ফুলের জন্য বন।
বন থাকলে গাইবে পাখি
গাছ থাকলে ফুল,
বন বনানি উজার করা
ভাবনাগুলো ভুল।
পুকুর নদী ভরাট করে
করবো নাতো বাড়ি,
সেই খানেতে করবো রোপণ
বৃক্ষ সারি সারি।
তবেই পাবো মুক্ত হাওয়া
বইবে সুখের তান,
গাছের ডালে মিষ্টি সুরে
গাইবে পাখি গান।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪