একটি ছেলে জন্মেছিল বাংলাদেশের বুকে
বৈষম্যের প্রতিবাদে দাঁড়াত সে রুখে;
এমনিভাবে গড়তে থাকে সেই ছেলেটার জীবন
মানুষের অধিকার আদায়ে করেছে কারাবরণ।
বাংলাদেশের স্বাধীনতা এলো সেই ছেলেরই হাতে
অথচ নিয়তি কী নিঠুর হলো ১৫-ই আগস্ট রাতে!
রাতটি ছিল উনিশশো পঁচাত্তরের কালো রাত,
ঘাতক শোনেনি সেদিন শিশু রাসেলের আর্তনাদ।
ঘাতকরা সেদিন সপরিবারে কেড়ে নিলো যার প্রাণ
তিনি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪।