ঢাকা: একটি সাদা গোলাপকে যদি লাল বানিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে? কিংবা যদি একটা সাদা ডেইজি রং পাল্টে হয়ে যায় গোলাপি?
ফুলের রং কিন্তু তুমি নিজেই পালটে দিতে পারো। সাদা ফুলকে পছন্দমতো রঙে রাঙিয়ে তুলতে পারো।
ফুলের রং পাল্টানোর পরীক্ষাটার জন্য তোমার লাগবে ডাঁটাসহ একটা সাদা ফুল, ফুলদানি/বোতল, হালকা গরম পানি এবং খাবার রং।
প্রথমেই একটা ফুলদানির ২/৩ ভাগ হালকা গরম পানি দিয়ে পূর্ণ করো। এবার এতে মিশিয়ে দাও ১৫-২০ ফোঁটা খাবার রং। এখন একটা ডাঁটাসহ ফুল ডাল থেকে কেটে ফুলদানিতে রেখে দাও।
এভাবে অনেকক্ষণ রাখার পর দেখবে সাদা ফুলটা রং পাল্টাতে শুরু করেছে। ফুলটার রং পাল্টাতে ৬ ঘণ্টা বা তার কিছু বেশি সময় লাগতে পারে। ততক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর দেখবে তোমার সাদা ফুলটা রঙিন হয়ে উঠেছে!
বলতে পারো কেন এমন হলো?
গাছের ভেতর আসলে জাইলেম ভেসেল নামে এক ধরনের টিস্যু থাকে। জাইলেম ভেসেল শেকড় থেকে গাছের বিভিন্ন অংশে পানি পরিবহন করে। এরপর ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সবুজ পাতা খাদ্য তৈরি করে। জাইলেম ভেসেল তোমার ফুলের ডাঁটাতেও আছে। তাই তুমি যখন রঙিন পানিতে ফুলটা রাখলে, তখন জাইলেম ভেসেল সেই রঙিন পানি শুষে নিয়ে ফুলের কাছে পৌঁছে দিল। তাই ফুলের পাপড়িও রঙিন হয়ে গেলো। এই পরীক্ষার মাধ্যমে তুমি চাইলে যেকোনো সাদা ফুলকেই পছন্দমতো রঙে রাঙাতে পারো।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪