ছবি আঁকতে কে না ভালোবাসে! ফুলের ছবি, পাখির ছবি, পোষা বিড়ালটার ছবি কিংবা বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি- অনেক রকম ছবিই আঁকি আমরা। ছোটরা তো নিজেদের প্রকাশ করতে শেখে ছবি আঁকার মাধ্যমে।
তুমিও নিশ্চয়ই ছবি আঁকতে ভালোবাসো? তাহলে আর অপেক্ষা কোরো না, এক্ষুণি এক টুকরো কাগজ, পেন্সিল আর রং-তুলি নিয়ে বসে পড়ো ছবি আঁকতে। ভাবছ এখন হঠাৎ ছবি আঁকার কথা বলছি কেন? বলছি কারণ ২৫ অক্টোবর ‘আন্তর্জাতিক চিত্রশিল্পী দিবস। ’
তোমরা যারা মনের মাধুরী মিশিয়ে অসাধারণ সব ছবি আঁকো, তারা তো চিত্রশিল্পীই, তাই না? একজন আঁকিয়ের জন্য ‘চিত্রশিল্পী দিবস’ উদযাপন করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সুন্দর একটা ছবি এঁকে ফেলা। তাই তুমিও খুব সুন্দর একটা ছবি এঁকে ফেলো। চাইলে তুমি তোমার অন্য আঁকিয়ে বন্ধুদেরকেও চিত্রশিল্পী দিবসের শুভেচ্ছা জানাতে পারো সুন্দর একটা হাতে আঁকা ছবি উপহার দিয়ে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪