ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আন্তর্জাতিক চিত্রশিল্পী দিবস

আঁকবে নাকি একটি ছবি?

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
আঁকবে নাকি একটি ছবি?

ছবি আঁকতে কে না ভালোবাসে! ফুলের ছবি, পাখির ছবি, পোষা বিড়ালটার ছবি কিংবা বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি- অনেক রকম ছবিই আঁকি আমরা। ছোটরা তো নিজেদের প্রকাশ করতে শেখে ছবি আঁকার মাধ্যমে।

বাস্তবতা আর কল্পনার মিশেলে তারা নানা রঙের ব্যবহারে সাদা কাগজের গায়ে আঁকে চমৎকার সব ছবি।

তুমিও নিশ্চয়ই ছবি আঁকতে ভালোবাসো? তাহলে আর অপেক্ষা কোরো না, এক্ষুণি এক টুকরো কাগজ, পেন্সিল আর রং-তুলি নিয়ে বসে পড়ো ছবি আঁকতে। ভাবছ এখন হঠাৎ ছবি আঁকার কথা বলছি কেন? বলছি কারণ ২৫ অক্টোবর ‘আন্তর্জাতিক চিত্রশিল্পী দিবস। ’

তোমরা যারা মনের মাধুরী মিশিয়ে অসাধারণ সব ছবি আঁকো, তারা তো চিত্রশিল্পীই, তাই না? একজন আঁকিয়ের জন্য ‘চিত্রশিল্পী দিবস’ উদযাপন করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সুন্দর একটা ছবি এঁকে ফেলা। তাই তুমিও খুব সুন্দর একটা ছবি এঁকে ফেলো। চাইলে তুমি তোমার অন্য আঁকিয়ে বন্ধুদেরকেও চিত্রশিল্পী দিবসের শুভেচ্ছা জানাতে পারো সুন্দর একটা হাতে আঁকা ছবি উপহার দিয়ে।



বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।