তিরিশ লাখ শহীদের রক্ত
বাংলায় বয়ে চলে
দুই লাখ মা বোনের অশ্রু
মুক্তির কথা বলে।
জীবন দিয়ে তোমরা দিয়েছ
মুক্ত পতাকা উপহার,
মুক্ত ভূমির এই বাংলায়
তোমরাই আজ অবতার।
তোমাদের ঋণ যাবে না কখনো
ফুল দিয়ে শোধ করা,
নয়নে মোদের অশ্রু ধারা
ভালোবাসা বুক ভরা।
বিজয়ের মাসে মুক্ত আকাশে
স্বাধীন পতাকা হাসে,
আনন্দাশ্রুর অনন্ত ধারায়
বাঙালির বুক ভাসে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪