কাজের মানুষ আমি
নেই কো কাজের শেষ,
স্বপ্নে ঘেরা মাটির কুটির
এতেই আছি বেশ।
আমি যখন লাঙল কাঁধে
মাঠের পানে যাই,
তোমার কচি মুখের পানে
ফিরে ফিরে চাই।
আমি যখন দুপুরবেলায়
খেত নিড়াতে থাকি,
ক্লান্ত মনে ধানের শীষে
তোমার ছবি আঁকি।
তুমি আমার তারার আলো
জ্যোৎস্নাছড়া রাত,
বাড়াবে কি গো একটুখানি
তোমার কোমল হাত?
ওই শুনি যে কচি গলায়
‘বাবা’ বলে তোর ডাক,
তোর কথা মা পড়ে মনে
যতই কাজ থাক।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪