ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া-কবিতা

ইসকুল

সাইফুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
ইসকুল

ঢং ঢং ঢং ঢং
বাজে ঘন্টা
ইসকুলে যেতে তাই
ছোটে মনটা।

সেইখানে ইংরেজি
বাংলাও শিখি
দেশ আর মানুষের
ছবিটাও লিখি।


বিজ্ঞান ভূগোল আর
শিখি গুণটা। ।

শিক্ষক বলে দেয়
জানতে যা চাই
সব কিছু শিখে নিতে
কোন ক্ষুধা নাই।

খেলা ছলে লেখাপড়া
গুনগুন গান
পাখিদের মতো শুধু
শুধু কলতান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।