ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাদুর কাঠি

মো. জুহায়ের হামি আসেফ জাওয়াদ খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
জাদুর কাঠি

এক দেশে একটি ছেলে ছিল। ছেলেটির মা-বাবা ও বোন ছিল।

একদিন সে একটি পাটকাঠি পেল। তার বোনকে বলল, জানো পাটকাঠিটা ঘুরালে না অনেক কিছু পাবে, যা চাইবে তাই আসবে।

বোন এ কথা বিশ্বাস করল না। ছেলেটি পাটকাঠি ঘুরালো আর ভাবল ‘আপেল আয়, আপেল চলে এলো’। বোনটি অবাক হয়ে বলল তাই তো, আপেল চলে এলো।   

ছেলেটি মাকে বলল, মা দেখো পাটকাঠিটাকে ঘুরালে না অনেক কিছু পাওয়া যায়। মাও বিশ্বাস করল না। ছেলেটি পাটকাঠি ঘুরালো, ভাবল, ‘আপেল আয়, আপেল’।

আপেল চলে এলো। একদিন ছেলেটিকে ওর মা বলল, তোমার পাটকাঠি দিয়ে কিছু টাকা আনো তো দেখি।

ছেলেটি পাটকাঠি ঘুরাল। ছেলেটি ভাবল, ‘টাকা আয়। টাকা চলে এলো’। ওরা টাকা দিয়ে নতুন বাসা, নতুন ফ্রিজ, নতুন টিভি, নতুন কম্পিউটার কিনল।

ছেলেটি স্কুলে ভর্তি হলো। স্কুলে যাওয়ার পর ছেলেটির বন্ধু বলল, আমি রাবার আনি নি, আমাকে তোমার কাছ থেকে রাবার দেবে?
ছেলেটি বলল, আমিও তো রাবার আনি নি, আমার একটা পাটকাঠি আছে। ওটা ঘুরালে অনেক কিছু আসে। ওখান থেকে আনছি।

মেয়েটি বলল, তাহলে আমাকেও ওখান থেকে দিও। ছেলেটি পাটকাঠি ঘুরিয়ে ওকে রাবার দিল।

একদিন রাতে চোর ওদের বাসার অনেক কিছু নিয়ে গেল। ওদের মা দেখে কান্নাকাটি শুরু করল। ছেলেটা পাটকাঠি দিয়ে সবকিছু এনে দিল। তার ধনী হেয়ে গেলো ওরা। বসবাস করতে শুরু করলো সুখে-শান্তিতে।


বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।