তোমরা যখন শীতের দিনে গরম জামা পরে
ঘুরে ফিরে বেড়াও শহরে ভীষণ মজা করে
আমরা তখন বাছুর চরাই বিশাল মাঠের পরে
সন্ধ্যা হলে থিরথিরিয়ে ফিরে আসি ঘরে।
তোমরা যখন পড়তে বস জ্বালিয়ে নিয়ন বাতি
ভাবনা থাকে মনের মাঝে গড়বে এ দেশ জাতি
আমরা তখন কুপি জ্বালাই ভাঙা ছনের ঘরে
শীতের ভয়ে পালিয়ে বেড়াই নাড়ায় কিংবা খড়ে।
তোমরা যখন ইস্কুলে যাও চড়ে দামি গাড়ি
ছুটি হলেই ছুটে আস বাসায় তাড়াতাড়ি
আমরা তখন আলু কুড়াই বর্গা চাষির খেতে
সন্ধ্যা হলেও ব্যস্ত থাকি কোলাহলে মেতে।
তোমরা যখন ছুটির দিনে শোন টিভির গান
নাটক দেখে ফূর্তি করে মাতিয়ে তোলো প্রাণ
আমরা তখন মাঠে মাঠে কুড়াই নাড়া-খড়
গড়ে তুলি ওসব দিয়ে শীত তাড়ানো ঘর।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪