হাতে লেখার চল আজকাল শুধু পরীক্ষার খাতা নির্ভর। এছাড়া হাতে লেখা হয় খুব কম কাজে।
এভাবে যদি মানুষ টাইপ করে লেখায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে হয়তো কোনো একদিন হাতে লেখার কথা সবাই ভুলেই যাবে। যদি হাতের লেখা বেঁচেও থাকে, তার অবস্থা কী হবে বলো তো?
সেজন্য হাতের লেখা ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে ২৩ জানুয়ারি পালিত হয় ‘হাতের লেখা দিবস। ’
হাতের লেখা দিবসের মাধ্যমে সুন্দর হাতের লেখার প্রতি সবাইকে উৎসাহিত করা হয়। অন্তত একটা দিন কোনো টাইপ না করে হাতে লেখার অনুরোধ জানানো হয়।
কাগজ-কলমে লেখার অন্যরকম আনন্দ আছে। সে আনন্দটুকু এখন হারিয়ে যাচ্ছে টাইপিং-এর কারণে। অল্প করে হলেও সে আনন্দটুকু বাঁচিয়ে রাখতে আর সুন্দর হাতের লেখার চর্চা রাখতে আজকে তুমি হাতেই লিখে ফেলতে পারো একটা চিঠি বা এমন কিছু।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫