আমাদের নন্দ
নয় সে মন্দ,
পরীক্ষার হলে গেলে
হারাই সে ছন্দ।
অংক’টা গোলমেলে
মনে বড় দ্বন্দ্ব,
বিটকেল বল্টুরও
কান যেন বন্ধ।
ভাবে মনে নন্দ
সব পথ যে বন্ধ,
স্যার এসে বলেন
‘কিরে বেটা নন্দ
করিস নি কি বাসায় একটাও অংক। ’
নন্দও এখন ভাবে করলে সে অংক
মিলত সবকিছু, হারত না ছন্দ ।