বাঙালির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন ২১ ফেব্রুয়ারি। এদিন অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় বাংলা ভাষা পেয়েছিল যথাযথ সম্মান, মর্যাদা।
তার বাবার নাম মোহাম্মদ হাশেম।
আউয়াল পেশায় ছিলেন একজন রিকশাচালক। তার বয়স তখন ২৬ বছর।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য রাস্তায় নেমেছিলেন অনেকে। ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করায় তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। এর প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ হয়। সেসব মিছিলেও পুলিশ গুলি চালায়।
শুধু তাই নয়, পুলিশ মিছিলের উপরে ট্রাক তুলে দিয়েছিল। যতদূর জানা যায়, পুলিশের ট্রাকচাপায় সেদিন মারা গিয়েছিলেন আউয়াল। তবে তার ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায় না।
আব্দুল আউয়াল সম্পর্কে আমরা খুব কম জানি। কিন্তু তিনিও আমাদের একজন ভাষাশহীদ। বাংলার জন্য তার আত্মত্যাগের জন্য আমরা তাকে সবসময় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করব।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫