ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদ আব্দুল আউয়াল

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ভাষাশহীদ আব্দুল আউয়াল

বাঙালির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন ২১ ফেব্রুয়ারি। এদিন অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় বাংলা ভাষা পেয়েছিল যথাযথ সম্মান, মর্যাদা।

তাই ৫২’র ভাষাশহীদদের আমরা আজও শ্রদ্ধাভরে স্মরণ করি। সেই ভাষা শহীদদেরই একজন আব্দুল আউয়াল।

তার বাবার নাম মোহাম্মদ হাশেম।

আউয়াল পেশায় ছিলেন একজন রিকশাচালক। তার বয়স তখন ২৬ বছর।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য রাস্তায় নেমেছিলেন অনেকে। ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করায় তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। এর প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ হয়। সেসব মিছিলেও পুলিশ গুলি চালায়।

শুধু তাই নয়, পুলিশ মিছিলের উপরে ট্রাক তুলে দিয়েছিল। যতদূর জানা যায়, পুলিশের ট্রাকচাপায় সেদিন মারা গিয়েছিলেন আউয়াল। তবে তার ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায় না।

আব্দুল আউয়াল সম্পর্কে আমরা খুব কম জানি। কিন্তু তিনিও আমাদের একজন ভাষাশহীদ। বাংলার জন্য তার আত্মত্যাগের জন্য আমরা তাকে সবসময় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করব।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।