ইশকুলেতে স্বপ্ন ছিল
হতাম যদি কবি,
শব্দ খেলায় এঁকে যেতাম
ভালবাসার ছবি।
স্বপ্ন ছিল বড় হয়ে
লেখবো মহাকাব্য,
সব অনাচার দূরে যাবে
দেশটা হবে সভ্য।
স্বপ্ন ছিল বসুন্ধরায়
নোবেল পাবো কবিতায়,
সারাবিশ্বে চিনবে মোরে
শিরোনামে পত্রিকায়।
কবি হওয়ার ইচ্ছা আমার
ফুরিয়ে গেল যৌবনে,
অনাচারের ব্যাপক পাতা
কষ্ট শুধু দেয় মনে।