মানুষের বুদ্ধির বিকাশে বইয়ের ভূমিকা অপরিসীম। আর বইয়ের আবাসস্থল লাইব্রেরি।

সাজানো গোছানো এই লাইব্রেরিটি আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ও ইউনিভার্সিটি অব ডাবলিনে অবস্থিত।

আসাধারণ রাজপ্রাসাদের মতো লাইব্রেরিটি চেক প্রজাতন্ত্রে অবস্থিত। এটি প্রাগের জাতীয় লাইব্রেরি।

লাইব্রেরিটি দেখতে অবিকল ছবির মতো, তাই না বন্ধুরা! এর নাম বিবিলিওটিকা রিয়েল গেবিনেট পর্তুগিজ ডি লেইতুরা। এটি ব্রাজিলের রিও জেনেরিওতে অবস্থিত।

সেন্ট ফ্লোরিয়ান মনেসট্রি নামের লাইব্রেরিটি অস্ট্রিয়াতে অবস্থিত।

শুভ্র সাদা মনোরম এই পরিবেশে যে কারো মনে বসে যাবে পড়াশোনায়। কি বলো বন্ধুরা? এটিও অস্ট্রিয়াতে অবস্থিত। নাম দ্য এডমন্ড লাইব্রেরি।

দেখে মনে হচ্ছে না যে সাজানো এক ছোট্ট বইয়ের শহর? আমেরিকার মেরিল্যান্ড বাল্টিমোরের এই লাইব্রেরির নাম জর্জ পিয়াবডি লাইব্রেরি।

এখানে তুমি বই পড়তে পারবে সারা লাইব্রেরি ঘুরে ঘুরে। স্পাইরাল সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে নিতে পারো প্রয়োজনীয় বইগুলো। বলছি নেদারল্যান্ডের হ্যান্ডেলিং এনকামার টুইড কামার ডার স্টাটিন জেনারেল ডিন হাগ আই।

পাওয়া গেল অস্ট্রিয়ার আরো একটি লাইব্রেরির খোঁজ। অস্ট্রিয়ান ন্যাশনাল লাইব্রেরি। ভিয়েনার এ লাইব্রেরিটি শিল্পমণ্ডিতও বটে।

বইয়ের শেলফগুলো দেখে যেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধাই করা। পর্তুগালের এ লাইব্রেরিটির নাম বিবিলিওটিকা জোয়ানিনা।

কি বিশাল আর আলোকিত লাইব্রেরি দেখো! চোখ জুড়িয়ে যায় তাই না! প্যারিসের এই লাইব্রেরিটির নাম বিবিলিওথেক ন্যাশনালে ডি ফ্রান্স।
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫