মুজিব মানে ৭ই মার্চের
গর্জে ওঠা বাঘ।
মুজিব মানে একাত্তরের
যুদ্ধে যাবার ডাক।
মুজিব মানে গ্রাম বাংলার
কৃষ্ণাণ মায়ের হাসি
মুজিব মানে খেত খামারে
ফসল রাশি রাশি।
মুজিব মানে মাছে ভাতে
বাঙালি এক জাতি
মুজিব মানে নয় ভেদাভেদ
কামার, কুমার চাষি।
মুজিব মানে সব শিশু
দেশ গড়ার রথ
মুজিব মানে আর্শিবাদ আর
ভালোবাসার পথ।
মুজিব মানে পাহাড় নদী
ঝরনা ধারার বেশ
মুজিব মানে মা, মাটি
সোনার বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫