ভাই গেছে যুদ্ধে আমার
মাস যে হলো পার,
খেতে বসে বিষম খান
নিদ আসে না মা’র।
থেমে থেমে গোলা পড়ে
ফোটে যেন খৈ,
থেকে থেকে বিলাপ মায়ের
খোকন গেলি কই?
খোকন এখন নয়কো খোকা
মুক্তি সেনা বীর,
অস্ত্র হাতে শত্রু মারে
ধুলায় লুটায় শির।
যুদ্ধ শেষে ভাই ফেরে না
মা যে মোছেন আঁখি,
ভাইয়ের রক্তে আজ পরেছি
স্বাধীনতার রাখি।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫।