আয়রে সবাই ছুটে আয়
বাজছে ঢোলক ঢাক,
বছর ঘুরে আবার এলো
পহেলা বৈশাখ।
বটতলাতে জমবে মেলা
নাড়াওঠা মাঠে,
ঘোড়দৌড় আর নৌকাবাইচ
মৃগি নদীর ঘাটে।
গুড়-জিলাপি-কদমা-লাড়ু
ডুগডুগি আর বাঁশি,
পেলে ঠিকই মৌরি সোনার
ফুটবে মুখে হাসি।
যাত্রা-পালা, পুতুলনাচে
নাগরদোলায় দুলে,
আজ সারাদিন ঘুরবো স্বাধীন
লেখাপড়া ভুলে।
মাটির পুতুল খেলনা গাড়ি
চিনির ঘোড়া হাতি,
এসব কিনে ফিরবো বাড়ি
নিভলে দিনের বাতি।
নতুন পাতার নতুন দিনে
নই মোটে বিমর্ষ,
নতুন ভোরের নিমন্ত্রণে
এলো নববর্ষ।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এএ