শ্রমিকের রক্তের দামে
কৃষক আর মজুরের ঘামে
সভ্যতা চলে সম্মুখে
তবু কেন থাকে ওরা দুখে?
ভাত নেই কৃষকের পেটে
শ্রমিকেরা যায় শুধু খেটে।
আমরা তো সুখে থাকি রোজ
কে রাখে কৃষক আর শ্রমিকের খোঁজ?
দেশ তবে ভালো থাকে তখনই ঠিক
হাসি মুখে পথ চলে কৃষক শ্রমিক।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২১০৫
এমজেএফ।