শাপলা ফুলের সমারোহ
রূপ দিয়ে যায় ঢেলে,
স্বপ্নগুলো শাপলা ফুলের
পাঁপড়ি হয়ে মেলে।
এমন রূপের বাহার কোথা
বলো কোন বা দেশে,
ষড়ঋতুর বিচিত্র রূপ
মন দোলায় আবেশে।
দীঘির জলে শাপলা ফুলের
কি অপরূপ হাসি,
এইতো আমার বাংলাদেশ
তোমায় ভালোবাসি।
বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, মে ৫, ২০১৫
এএ।