মাগো আমার সন্ধ্যাবেলায় ইচ্ছে করে খুব
আবির মেখে সূয্যিমামার সঙ্গে দিতে ডুব।
কিংবা হতে লাল-কমলা রঙিন মেঘের সাথী
নীড়ে ফেরা পাখির সাথে করতে মাতামাতি।
ঝাপটে ডানা ওদের দলে আমিও হব জড়
সাঁঝ পেরুলে ভাল্লাগেনা, পড় শুধু পড়।
ও মাগো মা রাত্রিবেলা তারারা কেন জ্বলে
চাঁদটা দেখি মেঘের ওপর এইতো মেঘের তলে।
আকাশ ভরা মেঘের রাশি কেমনে হল কালো
সোনার থালা চাঁদটা ওই কোথায় পেল আলো।
দারুণ লাগে যখন জ্বলে ছোট্ট জোনাকপোকা
ভাল্লাগেনা যখন বল, ঘুমোতে যা খোকা।
ভোরেরবেলা শরীর জুড়ে রাজ্যের সব ঘুম
রঙিন মধুর স্বপ্নগুলো দু'চোখে দেয় চুম।
কখনো যাই পরির দেশে কখনো হই ঘুড়ি
কখনো বা নীল আকাশে পাখি হয়ে উড়ি।
ঘুম ভেঙে যায় যখন বল, কাঁপে আমার ঠোঁট
ইশকুলেতে যেতে হবে ওঠ জলদি ওঠ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এএ