ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমায় ডাকে | আইরীন নিয়াজী মান্না

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
আমায় ডাকে | আইরীন নিয়াজী মান্না

আমায় ডাকে হিজলগাছ পাখ-পাখালির দল
আমায় ডাকে দূরের গাঁয়ের সবুজ বনাঞ্চল।

আমায় ডাকে সর্ষে খেতের হলুদরঙা ফুল
আমায় ডাকে কাজল নদীর উছলেপড়া কূল।



আমায় ডাকে, ডাক দিয়ে যায় পাগলা হাওয়া ঝড়,
আমায় ডাকে বোশেখ মাসে দূরের সমুদ্দর।

আমায় ডাকে অলস দুপুর পাহাড়, সোনার গাঁও
আমায় ডাকে মাঝির বৈঠা চর বাখরের নাও।

আমায় ডাকে ছোট্টবেলা পুতুল খেলার দিন
সবার ডাকে মনটা আমার হয় যে উদাসীন।

আমায় ডাকে খড়ের গাদা সবুজ ঘাসের ঘ্রাণ
আমায় ডাকে বাঁশের ঝাড়ে- দোয়েল পাখির গান।

আমায় ডাকে পুঁইয়ের ডাটা মায়ের প্রিয় মুখ
আমায় ডাকে মার আঁচলে লুকিয়ে রাখা সুখ।



বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।