ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ গল্প

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বিশ্বের সবচেয়ে ‘ছোট’ গল্প

গল্প অনেক রকম হয়। ছোট হয়, বড় হয়, মাঝারি হয়।

কিন্তু এক বাক্যে কি একটা গল্প হয়?

হ্যাঁ। এক বাক্যেও একটা গল্প হতে পারে। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটা কিন্তু এক বাক্যেই লেখা।
আর্নেস্ট হেমিংওয়ের লেখা গল্পটা হলো “For sale: baby shoes, never worn.”

গল্পটি কীভাবে লিখেছিলেন হেমিংওয়ে?
বন্ধুদের সঙ্গে একবার রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন হেমিংওয়ে। সে সময় তিনি বন্ধুদের সঙ্গে ১০ ডলারের বাজি ধরেন যে ছয় শব্দে তিনি একটা আস্ত গল্প লিখে ফেলতে পারবেন। এরপর ন্যাপকিনে লিখে ফেলেন তার গল্পটি।

গল্পের অর্থটা বুঝেছ তো? একজোড়া শিশুদের জুতো বিক্রি হবে। জুতো জোড়া একদম নতুন, কখনো পরা হয়নি। অর্থাৎ, জুতোটা পরানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ছোট্ট একটা বাক্যে চমৎকার এই গল্পটাই এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট আকারের গল্প।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।