ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সূর্য ও চাঁদ আকাশে থাকে কেন

মূল: আফ্রিকান লোককাহিনী, ভাষান্তর: সানজিদা সামরিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
সূর্য ও চাঁদ আকাশে থাকে কেন

অনেকদিন আগের কথা। তখন জলের মতো সূর্যও পৃথিবীতে বসবাস করতো।

সূর্য আর জল ছিল খুব ভালো বন্ধু। সূর্য প্রায়ই জলের বাড়ি বেড়াতে আসতো। কিন্তু জল কখনও সূর্যের বাড়ি বেড়াতে যায়নি।

একবার সূর্য জলকে বললো, আমিই কেবল তোমার বাড়ি বেড়াতে আসি। কিন্তু তুমি কখনও আমার বাড়ি আসো না। কেন বন্ধু?

জল তখন মুচকি হেসে বললো, তুমি তো ভাই একাই চলাফেরা করতে পারো। তাই যখন-তখন আমার বাড়ি আসতে তোমার ঝামেলা নেই। কিন্তু আমার পরিবার আর আত্মীয়-স্বজনের সংখ্যা অনেক। তাদেরকে রেখে আমি একা চলতে পারি না। আর সবাইকে নিয়ে যদি তোমার বাড়ি যাই, তাহলে তুমি এত জায়গা দিতে পারবে না।


সূর্য অবাক হয়ে বললো, ওহ্‌, তাই বুঝি!

জল বললো, হুম। যদি তুমি চাও, আমি তোমার বাড়ি যাই তাহলে তোমাকে অনেক বড় একটি বাড়ি বানাতে হবে। তবে মনে রেখো, সে বাড়ি হতে হবে অনেক অনেক বড়। আর অনেকগুলো ঘরও থাকবে তাতে। যাতে আমাদের সবার জায়গা হয়।
 
সূর্য জলকে বললো, তুমি একটুও ভেবো না। এমন বড় বাড়ি বানাবো যাতে তুমি সবাইকে নিয়ে বেড়াতে আসতে পারো।

জলকে একথা বলে সূর্য তাড়াতাড়ি বাড়ি গেল। সূর্য বাড়ি ফিরেছে দেখে তার বৌ চাঁদ হাসিমুখে বেরিয়ে এলো।

চাঁদকে সব কথা খুলে বললো সূর্য। পরের দিনই সূর্য ও চাঁদ মিলে বিশাল এক বাড়ি বানালো। বানানো হয়ে গেলে সূর্য গেল জলকে নিমন্ত্রণ করতে।

গিয়ে বললো, বন্ধু বাড়ি বানানো হয়ে গেছে! কাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। তুমি সবাইকে নিয়ে আমার বাড়িতে আসবে, কেমন?

জল খুশিমনে নিমন্ত্রণ নিলো। পরদিন জল এলো সূর্যের বাড়ি। কিন্তু জল তার পরিবার আর আত্মীয়স্বজন নিয়ে ঘরে ঢুকছে তো ঢুকছেই, থামছেই না! একে একে মাছ আর সব জলজ প্রাণী ঘরে ঢুকতে লাগলো। ততক্ষণে ঘরে হাঁটু জল।  

জল সূর্যকে জিজ্ঞেস করলো, দেখ বন্ধু, আমার কিন্তু আরও আত্মীয় রয়েছে। আমরা কি আসবো? নাকি এখানেই থেমে যাবো?

সূর্য বললো, না না, তাতে কী! এসো। তোমরা সবাই তো আমার অতিথি।

জল ঢুকতে ঢুকতে হাঁটু ছেড়ে মাথা। জল তখন সূর্যকে জিজ্ঞেস করলো, বন্ধু, ভেবে বলো, আমার আরও আত্মীয় রয়েছে। আমরা কি আসবো? নাকি এখানেই থেমে যাবো।

সূর্য ও চাঁদ একসঙ্গেই বললো, অবশ্যই। তোমরা সবাই আমাদের অতিথি। সবাই এসো।

এভাবে জলের আত্মীয়-স্বজন সূর্য ও চাঁদের বাড়ি ঢুকতে ঢুকতে একসময় বাড়ির ছাদ ছুঁইছুঁই।

এদিকে, অতিথিদের জায়গা দিতে দিতে ঘরে সূর্য আর চাঁদের থাকার মতো কোনো জায়গাই রইলো না। অতঃপর তারা জলকে জায়গা দিতে দিতে আকাশেই উঠে গেল। সেই থেকে আজ পর্যন্ত সূর্য ও চাঁদ আকাশে বসবাস করছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এসএস

** যা হয়, ভালোর জন্যই হয়
** রাত এলো যেমন করে
** বিড়াল কেন ইঁদুর মারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।