ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খোকনসোনার পড়া | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
খোকনসোনার পড়া | রেবেকা ইসলাম

ইরল পাতা চিরল পাতা
কুমড়ো পাতার বড়া
শুরু হলো আজ সকালে
খোকনসোনার পড়া।

অ-য় অজগর, আ-তে আম
ই-তে ইঁদুর ছোটে
মেলায় গিয়ে রঙিন মজার
বইটা খোকার জোটে।



ক-তে কলা ঝুলছে গাছে
খ-তে ডালায় খই
পড়ছে হঠাৎ বিষ্টি ফোঁটা
ভিজিয়ে দিল বই।

খোকনসোনার মুখটি কালো
গাল ফুলিয়ে ঢোল
স‍ূয্যিমামা রোদ ছড়িয়ে
দিল খুশির দোল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।