প্রকৃতির রহস্যের শেষ নেই। খুব সাধারণ জিনিসকেও অসাধারণ বানিয়ে ফেলতে পারে প্রকৃতি।
কিন্তু এই কাদা কখনো গরম পানির মতো ফুটতে পারে? হয়তো চুলায় নিয়ে রান্না করার চেষ্টা করলে কাদাকে ফোটানো যেতে পারে, কিন্তু একা একা কাদা ফুটছে, এমন কখনো শুনেছ?
এমন বিস্ময়কর ঘটনাও কিন্তু ঘটে পৃথিবীতে। নিউজিল্যান্ডের রোটোরুয়ার টউপো হ্রদে এমন অবাক করা দৃশ্য চোখে পড়ে।
এখানে ফুটন্ত কাদামাটি দেখা যায়। মূলত মাটির নিচে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণেই উপরে কাদা ফুটতে থাকে সবসময়। কিছু জায়গায় অবশ্য পানিও ফুটছে, কিন্তু সেই জায়গাগুলোতে শুধুই ধোঁয়া দেখা যায়।
শুধু নিউজিল্যান্ড নয়, বিশ্বের আরও অনেক জায়গায়ই এমন প্রাকৃতিক ফুটন্ত কাদা দেখা যায়।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এএ