গ্রীষ্মের বৈশাখে পাকা আম খাই
গাছে গাছে আরও কিছু রসালো ফল পাই।
বর্ষায় নদী-নালা করে থই থই
ধরি মাছ খালে বিলে সরপুটি কই।
শরতে নদী পাড়ে ঢেউ তোলে সাদা কাশে
হেমন্তে সাদা মেঘ ভাসে নীলাকাশে।
শীতকালে হিম শীতে খেজুরের রস খাই
বসন্তে বনে বনে কোকিলের গান চাই।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসএস