ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাতীয় শিশু সাংবাদিক সম্মেলন মঙ্গলবার

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২৩, ২০১১
জাতীয় শিশু সাংবাদিক সম্মেলন মঙ্গলবার

ঢাকা: ‘শিশুদের বলতে দাও’ এই স্লোগানে মঙ্গলবার শুরু হচ্ছে দু’দিনব্যাপি জাতীয় শিশু সাংবাদিক সম্মেলন-২০১১। শিশুদের সংবাদবিষয়ক সংগঠন শিশু প্রকাশ এই সম্মেলনের আয়োজন করছে।



রাজধানীর বিয়াম মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারল ডি রয়।

সম্মেলনে সারাদেশ থেকে শিশু প্রকাশের ৬ শতাধিক শিশু সাংবাদিক অংশ নেবেন।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিশু প্রকাশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইউনিসেফের সহায়তায় শিশু প্রকাশ পরিচালনা করছে গণমাধ্যম উন্নয়ন সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।