কাশফুলেতে হাওয়ার নাচন
আলতো করে দোলায়
দূর আকাশে শুভ্র মেঘের
পালকিটা মন ভোলায়।
আকাশ নীলে শাড়ির আঁচল
হাত বাড়িয়ে ডাকছে
মেঘের ওপর মেঘের বাড়ি
বড্ড ভালো লাগছে।
চড়তে মেঘের পালকিতে মন
উথলে ওঠে বারবারই
এই শরতের এই বিকেলে
চলে যাব কার বাড়ি?
দোয়েল বলে আয় সাথী আয়
ফুলরা ধরে বায়না
ময়না টিয়ে শালিক বলে
আমার বাড়ি আয়না।
কারোর বাড়ি আজ যাব না
মেঘের ঘরে রাখব পা
আয় কে যাবি সঙ্গে আমার
শালিক টিয়ে ময়নারা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এএ