ঢাকা: একবার ভাবো তো, স্বচ্ছ একটা হ্রদ। হ্রদের পানির নিচে অসংখ্য বুদ্বুদ জমে বরফ হয়ে আছে।
বুদ্বুদ জমে বরফ হয়ে থাকার ব্যাপারটা কি অবিশ্বাস্য লাগলো? আমি কিন্তু মোটেও অবিশ্বাস্য কোনো কথা বলিনি। এমন ঘটনাও ঘটে পৃথিবীতে।
কানাডার ওয়েস্টার্ন অ্যালবার্টার নর্থ সাসকাচিওয়ান নদীতে তৈরি এক কৃত্রিম হ্রদ আব্রাহাম লেক। সেখানেই প্রকৃতির এই বিরল ঘটনা ঘটে।
হ্রদে অতিরিক্ত ঠাণ্ডার কারণে বুদ্বুদ জমে বরফ হয়ে যায়। তবে এর পেছনেও বিজ্ঞান আছে। হ্রদের নিচে থাকা মৃত গাছ ও প্রাণীর শরীর মিথেন গ্যাস নিঃসরণ করে, যা হ্রদের ঠাণ্ডা পৃষ্ঠে এসে জমাট বাঁধে। পরে আবহাওয়া আরো ঠাণ্ডা হতে থাকলে বুদ্বুদগুলো হ্রদের পানির নিচেই আটকা পড়ে যায়।
একটার উপর আরেকটা নানা আকৃতির চ্যাপ্টা বরফের বুদ্বুদগুলো দেখতে দারুণ লাগে। এই ফ্রোজেন বাবলই আব্রাহাম লেককে জনপ্রিয় করে তুলেছে। অসংখ্য আলোকচিত্রী ছুটে আসেন এখানকার বিরল দৃশ্য ক্যামেরাবন্দী করতে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএ