কচি হাতে ভাঙছে পাথর
বইছে মাথার বোঝা,
রিক্সা টানে, ঠেলা ঠেলে
ভাবছো খুবই সোজা?
মাথার ঘাম পায়ে ফেলা
শিখছে তারা আজ,
বাড়ি ফিরে কাজ সেরে
যখন গড়ায় সাঁঝ।
রাতের বেলায় শান্তি খোঁজে
ভাঙাঘরে শুয়ে,
আর কতকাল রইবে তারা
অনাদরের ক্ষোভে?
ইচ্ছেঘুড়ি
শিশু শ্রমিক
সাদিকুর রহমান নয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।