মফস্বলের একটি ছোট্ট শহর। শহরের একটি স্কুলের কয়েকজন শিশু শিক্ষার্থী।
পাকিস্তানি সেনাবাহিনী দেশটির ওপর ঝাপিয়ে পড়েছে এবং একদিন এই ছোট শহরটিতেও তারা এসে হাজির হয়, ভয়ংকর এই ধ্বংসলীলার স্বাক্ষী হয়ে থাকে রাশেদ৷
স্বাধীনতা সংগ্রামের শুরুতে মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে রাশেদ এবং তার সাথে তার অন্য বন্ধুরা৷ সম্মুখ সংঘর্ষে বন্দী হয়ে যায় তাদের পরিচিত একজন মুক্তিযোদ্ধা এবং এক অসাধারণ পরিকল্পনা করে রাশেদ আর তার বন্ধুরা তাকে মুক্ত করে নিয়ে আসে নিশ্চিত মৃত্যুর হাত থেকে৷
কিন্তু যুদ্ধের ডামাডোলে রাশেদ আর তার বন্ধুদের একসময় বিচ্ছিন্ন হয়ে যেতে হয়৷ রাশেদ আরো গভীরভাবে জড়িয়ে পড়ে যুদ্ধে৷ দেশ স্বাধীন হবার পর সব বন্ধুরা যখন আবার একত্র হয় ছোট্ট শহরটিতে, তারা আবিষ্কার করে রাশেদ নামের সেই বিচিত্র ছেলেটি আর নেই৷ কিন্তু রাশেদ এর স্মৃতি তার বন্ধুদের হৃদয়ে বেঁচে থাকে অনেক, অনেক দিন৷ বড় হয়ে যাবার পরও৷
তোমাদের জন্য ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। সরকারি অনুদানে মুহম্মদ জাফর ইকবাল এর জনপ্রিয় একটি শিশুতোষ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন তিনি। তো আর দেরি না করে এখনি দেখে নাও ছবিটি। ছবিটি চলছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।