ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একটি শিশু | শাহাদাৎ শাহেদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
একটি শিশু | শাহাদাৎ শাহেদ

বয়স হলো আট কিবা দশ যে শিশুটির আজ,
দু’মুঠো ভাত পেতে হলে করতে হবে কাজ।
এই শিশুটির নেই প্রয়োজন শিক্ষা-চিকিৎসার!
বসত ঘরের ছালা ফুটো, জায়গা নেই থাকার।



এই আমাদের ভবিষ্যৎ ও জাতির অহংকার!
জাতিকে সে কোথায় নেবে? দিক অজানা যার!
আপনার আমার ভবিষ্যতের ভাবনা আছে হাজার,
এই শিশুটির জীবন নিয়ে ভাবনা নেই আজ আর।

সাংবিধানিক অধিকারের পায় না সুযোগ সে তো,
তাহলে আর অধিকারের কথা কেন এতো?
এই শিশুটি হাত পেতে চায়-ভাত এনে দিন তাজা,
আমরা তাকে দিই না কিছু-তাড়িয়ে দিই, যা যা।

এই শিশুটির জন্য যদি দরদ না হয় কিছু,
জাতি তবে সামনে নয়, হাঁটছে ক্ষতির পিছু!

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।