নিয়মিত পরিস্কার করা হয় না বড় বড় ঘাসে ভরে গেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজীরচর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সামান্য বৃষ্টিতে পাশের পুকুর থেকে মাঠে ওঠে আসে জোঁক।
এই বৃষ্টি মৌসুমে জোঁকের হাত থেকে মুক্তি পেতে নিজেরাই ঘাস কেটে পরিস্কার করেছে। তাতেও মুক্তি মেলেনি। জোঁকের কারণে রায়পুর-হায়দরগঞ্জ সড়কের পাশের এই বিদ্যালয়ে বন্ধ রয়েছে প্রাত্যহিক সমাবেশ।
বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব, কামাল, ইমন, জুটন জানায়, ‘বৃষ্টির কারণে মাঠের ঘাসে প্রচুর জোঁক হয়েছে। মাঠে নামলে জোঁক শরীরে লেগে যায়। আমরা অনেক ভয় পাই। মাঠে যাই না। ’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, ‘এই সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তুকোন বরাদ্দ পাওয়া যায়নি। জোঁক আতঙ্কে অনেকে স্কুলে আসছে না। ’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, ‘মাঠে জোঁকের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ১৩, ২০১১